শনিবার ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১০ অক্টোবর ২০২৫

নাহিদ-সারজিসরা পালাতে পারবেন না: রনি

নাহিদ-সারজিসরা পালাতে পারবেন না: রনি
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, সেফ এক্সিট অতীতেও ছিল। এটা নতুন কিছু নয়। আমাদের দেশে যতবারই হঠাৎ করে কেউ রাষ্ট্রক্ষমতায় আসে, ততবারই শেষ মুহূর্তে যখন অপ্রত্যাশিত কিছু ঘটে; সেটা ওয়ান ইলেভেনের সময় বা অন্য সময় তারা খুব অল্প সময় মধ্যে টাকা রোজগার করে, বিদেশে টাকা পাচার করে সময় মতো বিদেশে পালিয়ে যায়। লন্ডন, আমেরিকা, দুবাইতে বেগমপাড়া এরকম অহরহ ঘটনা ঘটেছে।

তো এই সরকার যখন ক্ষমতায় এলো, এই নাহিদ, সারজিস, হাসনাত উনাদের একটা বিরাট অবদান আছে এবং আলটিমেটলি অনেকে পালাতে চাইলেও তারা পালাতে পারবেন না।’এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘পালানোর মতো যে বয়স দরকার, যে কৌশল দরকার ওটা এখনো রপ্ত করতে তাদের আরো ১০-১৫ বছর লাগবে। ফলে ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ, তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তো এদের মধ্যে যদি নাহিদের কথামতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন, মন্দ কাজে জড়িত হয়ে থাকেন এবং তার মধ্যে যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে, সংগত কারণে তিনি পালাবেন।’

রনি বলেন, ‘রাজনীতি এখন সংঘাতপূর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে, হ্যান্ডকাপ পরানো হচ্ছে তাও আবার পিঠমোড়া করে বেঁধে। সালমান এফ রহমানের মতো মানুষ, যেখানে বাংলাদেশে তার বাবা ১৯৪৮ সালে মন্ত্রী ছিলেন। তার মতো লোককে ধরলো, দাড়ি-গোঁফ কামিয়ে দিল।

এরপর তাকে পিঠমোড়া করে বাঁধলো এবং আনিসুল হকসহ দুইজনকে একই অবস্থা করলো। এরপর দুইজনের পরনে নতুন লুঙ্গি পরিয়ে দিল।’ ‘এমন লুঙ্গি পরিয়ে দিল, দেখে মনে হলো যেন দুজনের একসঙ্গে সুন্নতে খতনা করানোর মতো তাদেরকে নতুন লুঙ্গি পরিয়ে দেয়। এই যে একটা ট্রেন্ড চালু হলো, আপনার কি মনে হয় এটা থেমে থাকবে? না, কখনই থেমে থাকবে না। দেখবেন যে, আগামীতে সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে, তার চেয়ে বেশি করা হবে।

জনপ্রিয়