বৃহস্পতিবার ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:১২, ২৯ এপ্রিল ২০২৪

কেরানীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

কেরানীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
সংগৃহীত

কেরানীগঞ্জের কাউটাইলে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, কেরানীগঞ্জ থানাধীন কাউটাইল এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ৪৩৯ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও বর্তমানে বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করে অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের ফলের জুস প্রদান করা হয়। 

তিনি আরও বলেন, উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও লেমন জুস প্রদান অনুষ্ঠানে উপ-পরিচালক চিকিৎসা সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দীন এমফিল, এমপিএইচ, এএমসিসহ অন্যান্য মেডিকেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়