বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:০৬, ২৭ এপ্রিল ২০২৪

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন পাভেল

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন পাভেল
পাভেল

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হয়েছেন ইসরাফিল চৌধুরী পাভেল। 

শুক্রবার (২৬ এপ্রিল) মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর সুপারিশকৃত কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ  কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া ইসরাফিল বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন এবং তার পবিত্র রক্তের সাহসী উত্তরাধিকারী গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বের বিস্ময়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। 

তিনি আরও বলেন, তার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রপথিক, তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয়। তার নেতৃত্বে আগামীর তথ্যপ্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দেশ ও দক্ষ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।'

আ/ম

জনপ্রিয়