বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ৭ মার্চ ২০২৪

র‌্যাবের মিডিয়া উইংয়ের চারজন পেলেন ডিজি পদক

র‌্যাবের মিডিয়া উইংয়ের চারজন পেলেন ডিজি পদক
র‌্যাবের মিডিয়া উইংয়ের চারজন পেলেন ডিজি পদক

পেশাগত কাজে অসামান্য অবদান রাখায় ১২০ জনকে ডিজি পদক দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের চার সদস্য এই পদক অজর্ন করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে রাজধানীর  কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে 'র‍্যাব মেমোরিয়াল ডে' অনুষ্ঠানে এ পদক তুলে দেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের ডিজি পদক (সেবা) প্রাপ্তরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মদ, সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল মামুন, কর্পোরাল (ক্লার্ক) মোহাম্মদ আরজান মোল্লা ও সৈনিক মো. আল আমিন মিয়া। 

এরআগে একই অনুষ্ঠানে এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‌্যাব মহাপরিচালক।
 

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়