নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালকে সোমবার রাতে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকা থেকে গ্রেফতার করা হয়ছে।
সোমবার (২৮ অক্টোবর) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের।
তিনি বলেন, ডিবি পুলিশ অসীম কুমার পালকে নাসিরনগর থানায় হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা মামলায় তিনি আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।