বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৫৫, ১ জুলাই ২০২৫

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিলের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিলের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রিসেপস সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রিসেপস সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রিসেপস সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার মডেল টাউনে অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ড্যাফোডিল রিসেপস সেন্টার (DRC)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoA) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটির সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং জোরদারকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করা হবে। একইসাথে, মানসম্মত শিক্ষার্থী ভর্তি এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী পার্টনারশিপ গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

চুক্তিতে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড্যাফোডিল ফ্যামিলির চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রশাসনিক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং DRC-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ