শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নবীনগর প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৪৪, ১৫ মে ২০২৫

নবীনগরে যুবলীগ নেতা গোলাম মোস্তফা গ্রেপ্তার

নবীনগরে যুবলীগ নেতা গোলাম মোস্তফা গ্রেপ্তার
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে নবীনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত হওয়া গোলাম মোস্তফা নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাম মোস্তফার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার ৬নং এফআইআরে তার নাম রয়েছে। ওই মামলাটি গত বছরের ৬ ডিসেম্বর দায়ের করা হয়। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

 

সম্পর্কিত বিষয়: