বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ১৪ মে ২০২৫

চা দোকানির ছেলে, আমির বাবু আঙুল ফুলে কলাগাছ!

চা দোকানির ছেলে, আমির বাবু আঙুল ফুলে কলাগাছ!
আমির বাবু

চা দোকানির ছেলে আমির বাবুর জীবনের কাহিনি একটি বিশেষ নজির। পূর্বে যে পরিবারটি নূন আন্তে পান্তা ফুরাতো, আজ সেই আমির বাবু হয়ে উঠেছেন সাভার উপজেলার হোটেল ব্যবসার একজন পরিচিত নাম। তার বাবার ছোট্ট চায়ের দোকান থেকে শুরু হয়ে, আজ তিনি পরিচালনা করছেন বিশাল এক হোটেল ব্যবসা, যা শুধু খাবারের জন্য নয়, শহরের অন্ধকার দিকের কর্মকাণ্ডের কেন্দ্রভূমিও বটে।

করুন অতীত থেকে মোল্লা হোটেলে রূপান্তরিত হওয়া তার জীবনের চমকপ্রদ পরিবর্তন—কিন্তু এই পরিবর্তনের পেছনে রয়েছে ভয়াবহ একটি সত্য। জানা যায়, আওয়ামী শাসনামলে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি খুনি আতিকের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েন আমির বাবু। জুলাই আন্দোলনের সময় হামলাকারীদের জন্য খাবার সরবরাহ হত তার হোটেল থেকেই।

খুনী আতিকের শ্বশুরের সাথে তার নিবিড় সম্পর্ক এখনও অনেকের জন্যে সন্দেহের বিষয়। এমনকি স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে, যে আমির বাবু স্থানীয় ব্যাংকে রয়েছে বিপুল পরিমাণ টাকার এফডিআর’র। স্থানীয়রা তার এই বিপুল সম্পদের উৎস নিয়ে বিস্মিত এবং মনে করেন, এটি দুর্নীতি দমন কমিশনের নজরে আনা প্রয়োজন। এছাড়াও তার ছাপড়া ঘর এখন বিশাল অট্টালিকা!

এবিষয়ে যোগাযোগ করা হলে তিনি, মন্তব্য করতে রাজি হয়নি। 

আমির বাবুর হোটেলের পরিবেশ এবং স্বাস্থ্যবিধির বিষয়ে আগামী পর্বে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে। তবে প্রশ্ন উঠতে পারে, এই সাফল্য কি সত্যিই একটি পরিচ্ছন্ন ব্যবসার ফল, নাকি এর গভীরে লুকানো রয়েছে অন্ধকার অধ্যায়?

সর্বশেষ