রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:৩৫, ৬ জুলাই ২০২৫

নোয়াখালী

কিশোর গ্যাং,দখল-চাঁদাবাজি ও শালিস বানিজ্য রুখতে বিএনপির মতবিনিময়

কিশোর গ্যাং,দখল-চাঁদাবাজি ও শালিস বানিজ্য রুখতে বিএনপির মতবিনিময়
সংগৃহীত

নোয়াখালীতে আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি,কিশোর গ্যাংয়ের অসহনীয় উত্থান,দখল-চাঁদাবাজি ও সালিশ বাণিজ্য রুখতে এবং নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপকর্মের দায়ে দল থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের কর্মকান্ড’সহ সংগঠনের আগামী দিনের পরিকল্পনা কিংবা পুনর্গঠন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায় সংবাদ লিপি পাঠ করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।

এসময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজানুর রহমান ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হাসান মোহাম্মদ নোমান সহ নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক নতুন অভিযাত্রা ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ফ্যাসিস্ট দুঃশাসনের অবর্ণনীয় যন্ত্রণায় অতিষ্ঠ জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে ছাত্র-জনতা সঙ্ঘবদ্ধ হয়ে এলড়াইয়ে শামিল হয়। শত সহস্র শহীদ,আহত,পঙ্গু ও সহযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমাদের ঐতিহাসিক এই অর্জন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই মহান বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র বিদ্যমান। একশ্রেণীর সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল বিভিন্ন ইস্যুকে পুঁজি করে এক দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরিতে ব্যস্ত। পুরনো আমলের কিশোর গ্যাংদের ব্যবহার করে সালিশ বাণিজ্য,দখল ও চাঁদাবাজি সহ নানাবিধ অপকর্মে এরা লিপ্ত। এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করে প্রকাশ্যে কিছু ক্ষেত্রে বিএনপি'র নাম ব্যবহার করার চেষ্টা করছে’।

জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘দখলদার চাঁদাবাজ, কিশোর গ্যাং ও লুটপাটকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা আমাদের সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত নয়। যাদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করেছি। এক্ষেত্রে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত কঠোর নির্দেশনা রয়েছে। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ক বহিষ্কার হয়েছেন তাদের অপকর্মের দায় সংগঠন নেবে না। এছাড়াও তাদের সাথে সাংগঠনিক ভাবে সব ধরনের যোগাযোগ না রাখার আহ্বান জানার নেতৃবৃন্দ’।

বক্তারা আরো বলেন, ‘সমগ্র জেলায় বিএনপির ভাঙিয়ে যারা লুটপাট করবে, চাঁদাবাজি করবে, কিশোর গ্যাং সৃষ্টি করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এছাড়াও রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নোয়াখালী জেলা বিএনপি অবিচল কাজ করে যাচ্ছে’।

সম্পর্কিত বিষয়: