রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৯:৫৬, ৬ জুলাই ২০২৫

ইরানে বিস্ফোরণে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত

ইরানে বিস্ফোরণে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত
সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে আইআরজিসির ওই দুই সদস্য নিহত হয়েছেন বলে রোববার দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

 

গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলি বোমা হামলার মাধ্যমে শুরু হওয়া ১২ দিনব্যাপী যুদ্ধে ইরান ও ইসরায়েলের তীব্র লড়াই চলে।

 

ইসরায়েল বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতেই হামলা চালানো হয়েছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

 

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, ‘‘ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনকালীন ফেলে যাওয়া বিস্ফোরক অপসারণের সময় রোববার খোররামাবাদে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।’’

 

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এবং শীর্ষ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এদিকে, একই দিন ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে ইসরায়েলি হামলায় আহত এক ইরানি সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে।

 

ইরানের বিচার বিভাগ বলেছে, গত মাসে ইসরায়েলি হামলায় ইরানজুড়ে ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর ইরানের সামরিক বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।

 

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মাঝে গত ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। এদিকে, যুদ্ধের পর শনিবার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি অংশ নেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

 

বৃহস্পতিবার তেহরানসহ দেশের আকাশপথ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই আকাশপথ বন্ধ রেখেছিল তেহরান।

সম্পর্কিত বিষয়: