নোয়াখালীতে প্রতারণার দায়ে গ্রেফতার ১

নোয়াখালী সদর উপজেলায় চেক জালিয়াতির মামলায় মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(৮ জুলাই) রাত আটটার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মমিননগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আলা উদ্দিন ৮নং এওজবালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এরাদ চৌকিদার বাড়ির মোহাম্মদ উল্যাহর ছেলে। তিনি পেশায় একজন ইটভাটার মাঝি।
জানা যায়, চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানাধীন একটি ইটভাটায় নির্মাণ শ্রমিক পাঠানোর চুক্তিতে কোম্পানী হতে ৪৮ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করে আলাউদ্দিন। পরবর্তীতে নির্মাণ শ্রমিক না পাঠিয়ে তাদের সঙ্গে প্রতারণা করতে থাকে। এনিয়ে গত ৬ মার্চ ২০২৪ ইং তারিখে মমিন চৌধুরী নামের এক ব্যক্তি বাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে চেক জালিয়াতির একটি মামলা দায়ের করেন। মামলা নং- সিআর ৩১৪/২৪।
এ ঘটনায় ওয়ারেন্টভুক্ত ওই আসামীকে আজ ৮ জুলাই রাতে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে বিচারিক আদালতে পাঠানো হবে।