চৌদ্দগ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা: ৫ হাজার মানুষের মুখে হাসি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা ও পদুয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি-এর অর্থায়নে এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচি এলাকায় প্রশংসিত হয়েছে।
মেডিকেল ক্যাম্পে ৫০ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন হয় এবং চোখের সমস্যায় আক্রান্ত ৪০ জন ছানি রোগীর জন্য আগামী বুধবার বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ৪০০+ আল্ট্রাসোনোগ্রাফি, ৮০০+ ইসিজি, ডায়াবেটিস, রক্ত ও ইউরিন টেস্টসহ নানা ধরনের ডায়াগনস্টিক পরীক্ষাও বিনামূল্যে করা হয়।
ক্যাম্পটির উদ্বোধন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যাপক ড. সালা উদ্দিন আফসার, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুল হক মজুমদার, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাস্টার মোঃ ইয়াছিন এবং মাসুদা ট্রাস্টের প্রতিনিধি জামাল হোসেন শামীম।
স্থানীয় শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, “সেবাই ধর্ম, সেবাই মানবতা”—এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।