সিইসির সঙ্গে বৈঠক করতে ইসিতে ৫ সদস্যের বিদেশি প্রতিনিধিদল

জাতীয় সংসদ নির্বাচন প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে একাধিক দেশের প্রতিনিধিরা ইসিতে এসেছেন।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে ইসি ভবনে আসেন তারা।
এতে অংশ নেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট, মার্কিন রাজনৈতিক অর্থনীতিবিদ ফরেস্ট কুকসন, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ আরও কয়েকজন।
সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা হওয়া কথা রয়েছে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা, রাজনৈতিক অধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
অবশ্য, বৈঠক শেষে প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলেবেন বলে জানানো হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে বলেছেন, বিগত তিন নির্বাচনকে বৈধ বলে ‘রায়’ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে।
সিইসি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডার হাইকমিশনার। আমরা আমাদের প্রস্তুতির তথ্য জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। ওনারা চান আমরা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি।