বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ০৮:৪৪, ১৬ জুলাই ২০২৫

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সংগৃহীত

আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা সহ বিএনপির বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে নোয়াখালী জেলা,পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি নোয়াখালী পৌর বাজার থেকে শুরু হয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক অতিক্রম করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

এতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান ওয়াহিদুর রহমান বানী ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান প্রমুখ।

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, সদস্য সচিব এডভোকেট আবুল কালাম আজাদ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী। ৭১ এর পরাজিত শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবকদল মাঠে প্রস্তুত রয়েছে বলে জানান বক্তারা।’

 

সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়াও জামাত-শিবির ও এনসিপির দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

সম্পর্কিত বিষয়: