গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, মাদারীপুরে নিরাপত্তা জোরদার

সারা দেশে পথযাত্রার অংশ হিসেবে আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ থেকে মাদারীপুর জেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এ আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদারীপুর জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর ও জেলা শহরে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জ জেলার সভাস্থলে যোগ দেন সংগঠনটির শীর্ষ নেতারা। সেখান থেকে সভা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এজন্য মাদারীপুরে সব ধরনের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আওয়ামীপন্থিদের বাধায় গোপালগঞ্জ থেকে এখনো মাদারীপুরের উদ্দেশে যাত্রা শুরু করতে পারেননি এনসিপির নেতাকর্মীরা। বর্তমানে তাদেরকে নিরাপত্তা দিতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে গাড়ি বহরে উপস্থিত রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ কেন্দ্রীয় নেতারা।