বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:২৩, ১৬ জুলাই ২০২৫

মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল শাহবাগ

মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল শাহবাগ
সংগৃহীত

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন (বাগছাস) ও এনসিপির নেতাকর্মীরা এই অবরোধে অংশ নেন।

 

এসময় তারা ক্ষোভ প্রকাশ করে ‌‘বিপ্লবীদের একশন, ডাইরেক্ট একশন; এনসিপির একশন, ডাইরেক্ট একশন; গোপালগঞ্জে হামলা কেন? ইন্টেরিম জবাব দে; আমার ভাই আহত কেন, জবাব দে; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ; গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি?’ ইত্যাদি স্লোগান দেন।

 

অবরোধে শাহবাগ ও আশেপাশে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানান তাদের অবরোধ সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে।