চট্টগ্রামে বৈষম্যেবিরোধী নেতাকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের এনসিপির সমাবেশের পর হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় যুব শক্তির নেতা পরিচয়ে কয়েকজন মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
রবিবার (২০ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তাওসিফ ইমরোজ বলেন, সমাবেশ শেষে এক নারীর সঙ্গে আরব আমিরাতে তার স্বামী আটকের ব্যাপারে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় মঞ্চে অনেকে ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করে। তখন আমি সিনিয়র নেতাদের পাশে থাকলে একজন যুব শক্তির নেতা পরিচয় দিয়ে কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন ডেকে নিয়ে আমাকে মারধর করে।
তিনি বলেন, আমার ঘাড়ে ব্যথা পেয়েছি। সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে ফোন দিলেও রিসিভ করেননি।