নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নোয়াখালীতে সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত পারফরমেন্স-বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কীম এর আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় নোয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানটির আয়োজন করেন।
এসময় নোয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার শান্তি পদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ-২২ এর কৃতি শিক্ষার্থী তাসপিয়া বিনতে ইসমাইল, নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ ও গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. নুর হাসান সহ আরো অনেকে।
জানা যায়, নোয়াখালী সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জন করা ৩১ জন কৃতি শিক্ষার্থীকে পিবিজিএসআই প্রকল্পের পক্ষ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান হয়। এর আগে এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নম্বরে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্য শিক্ষা মন্ত্রনালয় এই উদ্যোগ গ্রহণ করেন এবং তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। এসইডিপি এর আওতাধীন পারফরমেন্স-বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এর আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩১ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।