সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ২০ জুলাই ২০২৫

চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে বাসে অগ্নিসংযোগ

চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে বাসে অগ্নিসংযোগ
সংগৃহীত

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম।

তিনি বলেন, ‘বাসটিতে কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’

এদিকে এনসিপির জুলাই মাসের পদযাত্রা ঘিরে নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্পর্কিত বিষয়: