সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ৫ এপ্রিল ২০২৪

চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
আটককৃতরা

কদমতলী এলাকা থেকে চাঁদাবাজির করার সময়  কিশোর গ্যাং চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আল আমিন (১৯), মুজাহিদ হোসেন রনি (১৮), আব্দুর রহমান (২৩), মেহেদী হাসান হৃদয় (১৮), আহাদুর রহমান জয় (১৮) ও তানজিন হোসেন (১৮)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম জে সোহেল জানান, পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা সাজেদা বেগম (৪৫) বাড়ি ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে আসছিলেন।।গত ২ নভেম্বর বিকেলে ১৩-১৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য সাজেদার বাড়িতে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি বলেন, ৪ এপ্রিল কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা পুনরায় সাজেদার বাসায় এসে চাঁদা দাবি করেন। ঘটনাটি জানতে পেরে অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাং চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ কিশোর গ্যাংয়ের সদস্যরা বেশ কিছুদিন ধরে কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আ/ম

জনপ্রিয়