মুন্সীগঞ্জ ও গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে মুন্সীগঞ্জ ও গাজীপুরে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, অভিযানে মুন্সিগঞ্জের জামালদি, গজারিয়া এলাকায় ১টি মার্বেল ফ্যাক্টরি, ৩টি হোটেল ও রেস্টুরেন্ট এবং ১টি বেকারির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া প্রায় ৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং মোট ৬১৫ ঘনফুট/ঘণ্টা লোড বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগের দায়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে আবাসিক শ্রেণির প্রায় ৭০টি অবৈধ দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া আনুমানিক ৩০০ ফুট পিভিসি পাইপলাইন অপসারণ এবং মোট ১,৪৭০ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়।