রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: ২১:২৯, ২৮ আগস্ট ২০২৫

দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর
সংগৃহীত

দীর্ঘ ৩৪ বছর পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত নির্বাচন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ৩টায় সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৪ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকায় আপত্তি জানানো যাবে। ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর, জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। যাচাই-বাছাই চলবে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা। নির্বাচনী প্রচারণা চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়মিত প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর দীর্ঘ সময় ছাত্রসংগঠনগুলোর দ্বন্দ্ব ও অনুকূল পরিবেশের অভাবে নির্বাচন বন্ধ ছিল।

সম্পর্কিত বিষয়: