ময়মনসিংহে গণঅধিকার পরিষদের মশাল মিছিল, জাপা নিষিদ্ধের দাবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বিরোধী স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে নগরীর কাচারি এলাকা থেকে এ মশাল মিছিল শুরু হয়ে নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি নগরীর নতুন বাজার মোড় হয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ সভাপতি প্রফেসর ড. জাফর সিদ্দিকী বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের নায়ককে আজ যেভাবে পুলিশ প্রশাসন দিয়ে নির্যাতন করা হয়েছে, তা দেখে বাংলাদেশ আজ কাঁদছে। তিনি বিগত ১৮ সাল থেকে বারবার নির্যাতনের শিকার হয়েছেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার যদি ভিপি নুরকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে তারা কীভাবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কথা বলাই কি ভিপি নুরের অপরাধ? অবিলম্বে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেইভাবে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোশাররফ হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম কর্নেল, আসাদুজ্জামান, সারোয়ার সরকার, ছাত্র অধিকার পরিষদ মহানগর শাখার সভাপতি সাগর, জেলা শাখার সহসভাপতি রবিউল হাসান রবি প্রমুখ।
এছাড়াও জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন ‘আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে’।