রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

প্রকাশিত: ১০:৩৪, ২৯ আগস্ট ২০২৫

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
সংগৃহীত

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫জন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, দড়ি ও একটি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) গণমাধ্যমে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের ক্যানালপাড়ার পলান প্রামানিকের ছেলে ছমির উদ্দিন(৪০), একই উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. ছহির উদ্দিন ওরফে সৈরুদ্দিন(৪৫), মৃত আব্দাল হকের ছেলে নাজমুল ইসলাম(৩৫) ও কচুবাড়িয়া গ্রামের (আমলা) মৃত ওমর আলীর ছেলে আরিফ হোসেন(৩৮) এবং মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়ার মৃত ফরমান আলীর ছেলে মুজিবর রহমান(৩৩)।

সম্পর্কিত বিষয়: