সোনার দামে রেকর্ড বৃদ্ধি, আজ থেকে কার্যকর

দেশের বাজারে চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে পাঁচবার বেড়েছে সোনার দাম। এর ফলে দেশে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.664 গ্রাম) সোনার দাম ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন সোনার দাম (১৪ অক্টোবর থেকে কার্যকর)
মান (ক্যারেট) | প্রতি ভরি দাম (টাকা) |
---|---|
২২ ক্যারেট | ২,১৩,৭১৯ |
২১ ক্যারেট | ২,০৪,০০৩ |
১৮ ক্যারেট | ১,৭৪,৮৫৫ |
সনাতন পদ্ধতি | ১,৪৫,৫২০ |
নতুন রুপার দাম
মান (ক্যারেট) | প্রতি ভরি দাম (টাকা) |
---|---|
২২ ক্যারেট | ৬,২০৫ |
২১ ক্যারেট | ৫,৯১৪ |
১৮ ক্যারেট | ৫,০৭৪ |
সনাতন পদ্ধতি | ৩,৮০২ |
চলতি মাসে সোনার দাম বৃদ্ধির সময়সূচি
তারিখ | বৃদ্ধি (প্রতি ভরি) |
---|---|
৪ অক্টোবর | ২,১৯৩ টাকা |
৬ অক্টোবর | ৩,১৪৯ টাকা |
৭ অক্টোবর | ১,৪৬৯ টাকা |
৮ অক্টোবর | ৬,৯০৫ টাকা |
১৩ অক্টোবর | ৪,৬১৮ টাকা |
সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)