মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ১৪ অক্টোবর ২০২৫

টানা বিরতির পর ফের ছোট পর্দায় স্বস্তিকা

টানা বিরতির পর ফের ছোট পর্দায় স্বস্তিকা
ছবি: সংগৃহীত

সিনেমার ঝলক আর ওয়েবের উত্তাপ শেষে আবারও ছোট পর্দার চেনা জগতে ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-এর মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

সেই সাফল্যের ধারাবাহিকতায় বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপটের সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা। ২০২৪ সালে ‘চালচিত্র’, ‘আলাপ’ কিংবা ২০২৩ সালের ব্লকবাস্টার ‘ফাটাফাটি’-তে নেতিবাচক চরিত্রে তার অভিনয় দর্শক-সমালোচক সবার কাছেই প্রশংসিত হয়। পাশাপাশি ‘গভীর জলের মাছ’, ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ (মুক্তির অপেক্ষায়) ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ওয়েব সিরিজেও তিনি নজর কেড়েছেন ডিজিটাল দর্শকদের।

তবে এত সাফল্য ও ব্যস্ততার মধ্যেও স্বস্তিকার ছোট পর্দায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে অভিনয়ের পর তিনি দৃঢ়ভাবে জানিয়েছিলেন—আর ধারাবাহিকে অভিনয় করবেন না। কিন্তু অবশেষে সেই সিদ্ধান্ত বদলালেন অভিনেত্রী।

কেন এই পরিবর্তন? স্বস্তিকার কথায়, “মনের মতো চরিত্র হলে সব সিদ্ধান্তই বদলানো যায়।” দীর্ঘ আট বছর পর তিনি ফের স্টার জলসার পর্দায় ফিরছেন *‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’* শিরোনামের নতুন ধারাবাহিকে। এখানে নাম ভূমিকায় ‘বিদ্যা ব্যানার্জি’ চরিত্রেই দেখা যাবে তাকে।

জানা গেছে, এরই মধ্যে শুরু হয়ে গেছে ধারাবাহিকটির শুটিং। যদিও স্বস্তিকা ছাড়া অন্য কোনো চরিত্রের নাম বা সম্প্রচারের সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ছোট পর্দায় কেমনভাবে নতুন রূপে হাজির হন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ স্বস্তিকা দত্ত।

জনপ্রিয়