শুক্রবার ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ১০ অক্টোবর ২০২৫

রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, দাম এখনও চড়া

রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, দাম এখনও চড়া
ছবি: সংগৃহীত

রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম এখনও বেশি থাকায় সাধারণ ক্রেতাদের জন্য চাহিদা কম। গ্রীষ্মকালীন সবজির দামও গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০–২০ টাকা বেড়েছে।

শীতকালীন সবজির দাম কেজি প্রতি: শিম ১৬০–২০০ টাকা, টমেটো ১২০–১৬০ টাকা, গাজর ১২০–১৪০ টাকা, মুলা ৬০ টাকা, ফুলকপি ৬০–৮০ টাকা, বাঁধাকপি ৭০–৮০ টাকা এবং লাউ ৫০–৮০ টাকা।
গ্রীষ্মকালীন সবজির দাম: ঝিঙা, করলা, বরবটি, বেগুন, কচুর লতি, পটল, চিচিঙ্গা ৮০–১২০ টাকা, কাঁচামরিচ ১৬০–২০০ টাকা। পেঁপে ২৫–৩০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, দেশি শসা ৭০ টাকা, হাইব্রিড শসা ৫০ টাকা।

মসলা ও অন্যান্য সবজি: লেবু ২০–৪০ টাকা, ধনেপাতা ৩৫০ টাকা, কাঁচা কলা ৫০ টাকা, ক্যাপসিকাম ৪০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, লাল শাক ৩০ টাকা, লাউ শাক ৫০ টাকা।

মাংস ও মুরগি: দেশি মুরগি ৫৮০–৫৯০ টাকা, সোনালি কক মুরগি ৩১০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা। গরুর মাংস ৭৫০–৭৮০ টাকা, খাসি মাংস ১২০০ টাকা।

মাছের বাজারে ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম অপরিবর্তিত। চাষের শিং ৩৫০–৫৫০ টাকা, দেশি শিং ১০০০–১২০০ টাকা, রুই ৪০০–৫৫০ টাকা, চিংড়ি ৮০০–১৪০০ টাকা, বোয়াল ৬০০–৮০০ টাকা, টেংরা ৬০০–৮০০ টাকা।

ডিম: লাল ডিম ১৪০ টাকা/ডজন, হাঁসের ডিম ২১০ টাকা, দেশি মুরগির ডিম ১১০ টাকা, সোনালি কক মুরগির ডিম ৭০ টাকা।

চালের দাম: মিনিকেট ৮৫–৯২ টাকা, নাজিরশাইল ৮৪–৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা, আটাশ ৬৫ টাকা।

রাজধানীর ক্রেতারা জানিয়েছেন, সরবরাহ থাকলেও বাজারের দাম কমার সম্ভাবনা এখনও নেই।

জনপ্রিয়