বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ৩ সেপ্টেম্বর ২০২৫

১৫ টাকায় এএসএসপি প্যাকেজে কোক জিরো ও স্প্রাইট জিরো বাজারে

১৫ টাকায় এএসএসপি প্যাকেজে কোক জিরো ও স্প্রাইট জিরো বাজারে
সংগৃহীত

অ্যাফোর্ডেবল স্মল স্পার্কলিং প্যাকেজের (এএসএসপি) ২৫০ মি.লি. বোতলে কোক জিরো ও স্প্রাইট জিরো বাজারে এনেছে কোকা-কোলা। এর আগে একই ফরম্যাটে কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টা বাজারে এসেছিল। এএসএসপি বোতলগুলো প্রস্তুত করছে কোকা-কোলার বোতলজাতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা আইসেক (সিসিআই)।

ক্যালরি-ফ্রি এই প্রিমিয়াম পানীয়গুলো ১৫ টাকার বিশেষ মূল্যে এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। ভোক্তাদের সাধ্যের মধ্যে রেখে স্বাস্থ্যসম্মত বিকল্প প্রদানে এটি কোকা-কোলার একটি উদ্যোগ।

কোকা-কোলা আইসেকের (সিসিআই) ব্যবস্থাপনা পরিচালক শাদাব বলেন, “বাংলাদেশের ভোক্তাদের কাছে সহজলভ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোক জিরো ও স্প্রাইট জিরো এখন ২৫০ মি.লি. এএসএসপি ফরম্যাটে পাওয়া যাচ্ছে। এর ফলে আরও বেশি মানুষ সুবিধাজনক আকারে, সাশ্রয়ী মূল্যে ও পরিবেশবান্ধব বোতলে তাঁদের পছন্দের পানীয় উপভোগ করতে পারবেন।”

এএসএসপি প্রযুক্তির বিশেষত্ব হলো এতে অল্প পরিমাণ প্লাস্টিক ব্যবহার হয়, ফলে এটি পরিবেশবান্ধব। উন্নত প্যাকেজিং প্রযুক্তি পানীয়ের চিরাচরিত স্বাদ ও সতেজতা দীর্ঘ সময় ধরে অটুট রাখে। ছোট আকারের এ বোতল হালকা, সহজে বহনযোগ্য ও আধুনিক জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২০২১ সালে বাংলাদেশে প্রথম চালু হওয়ার পর থেকেই এএসএসপি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ২৫০ মি.লি. ও ৪০০ মি.লি. কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টা বোতলে। এবার কোক জিরো ও স্প্রাইট জিরো যুক্ত হওয়ায় ভোক্তাদের জন্য বিকল্প আরও বাড়লো।

কোক জিরো ও স্প্রাইট জিরো এএসএসপি ফরম্যাটে এখন দেশব্যাপী বিভিন্ন মুদি দোকান, স্থানীয় বাজার ও ই-অ্যান্ড-ডি আউটলেটে পাওয়া যাচ্ছে।