গণ-অধিকার পরিষদের পল্টন মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
গণ-অধিকার পরিষদের নেতাদের ভাষ্য, এ ঘটনার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায়। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।