বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে বিদেশ সফরে যাওয়ার সময় আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে। ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পরও বোর্ডিং গেট থেকে তাকে ফিরিয়ে আনে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচির অংশ হিসেবে নামিবিয়া যাচ্ছিলেন ড. হাবিবুর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকতা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাবিবুর রহমান বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। তখন তাকে নিরাপত্তাকর্মীরা জানান, সরকারের নির্দেশে তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে না। তাই তাকে দেশে থাকতে হবে।
পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় চলে যান। তবে ইমিগ্রেশন সম্পন্নের পর হঠাৎ এমন নির্দেশনা কেন জারি করা হলো সে বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।
সপ/আম