কাশ্মীর হামলা নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (১ মে) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে টেলিফোনে আলাপের সময় এই সমবেদনা জানান তিনি। এ তথ্য নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর হিন্দুস্তান টাইমসের।
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানানো হয়, "যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।"
ফোনালাপের সময় রাজনাথ সিং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে বলেন, পাকিস্তান এখন একটি ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি পাচ্ছে, যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গোটা অঞ্চলকে অস্থির করে তুলছে। তার মতে, সন্ত্রাসবাদকে আর উপেক্ষা করা চলবে না— এর বিরুদ্ধে বৈশ্বিকভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত হন। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ রয়েছে এবং সন্দেহভাজনদের মধ্যে অন্তত দুইজন পাকিস্তানি নাগরিক।
তবে ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছে উভয় দেশই।