শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৫:১৭, ২ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব পালন করবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

বৃহস্পতিবার (১ মে) এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

 

ট্রাম্প তার পোস্টে লেখেন, “আমাদের জাতির স্বার্থকে সর্বাগ্রে রাখতে কঠোর পরিশ্রম করেছেন তিনি (ওয়ালৎস)।” একইসঙ্গে তিনি জানান, ওয়ালৎসকে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হবে।

 

ওয়ালৎসকে অপসারণের গুঞ্জন বৃহস্পতিবার দিনজুড়েই বিভিন্ন সূত্রে ঘুরে বেড়ায়। তবে রুবিওর নিয়োগের মাধ্যমে পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা—দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করার নজির ১৯৭০-এর দশকের হেনরি কিসিঞ্জারের পর এবারই প্রথম।

 

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ওয়ালৎসের সহকারী ও এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ওয়াংকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াং উত্তর কোরিয়া সংক্রান্ত দায়িত্বে ছিলেন।

 

গত এক মাসে জাতীয় নিরাপত্তা বিভাগে বড় ধরনের রদবদল চালিয়েছে ট্রাম্প প্রশাসন। ১ এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ২০ জন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। একইসঙ্গে সংস্থার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নিয়োগপ্রাপ্তকেও সরিয়ে দেওয়া হয়েছে।

 

প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, এ ধরনের লাগাতার পরিবর্তনের ফলে জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মীদের মনোবলে বড় প্রভাব পড়ছে।

সম্পর্কিত বিষয়: