বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১২:৫০, ৭ মে ২০২৫

ভারতের হামলাকে ’লজ্জাজনক’ বললেন ট্রাম্প

ভারতের হামলাকে ’লজ্জাজনক’ বললেন ট্রাম্প
সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সামরিক হামলাকে "লজ্জাজনক" বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

 

ট্রাম্প বলেন, "আমি কিছুক্ষণ আগে সংঘর্ষের তীব্রতা সম্পর্কে শুনেছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সত্যিই লজ্জাজনক।" তিনি জানান, যুক্তরাষ্ট্র উভয় দেশকেই উত্তেজনা প্রশমনে আহ্বান জানাচ্ছে।

 

ভারতীয় সেনাবাহিনী ২২ এপ্রিল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায়। ভারত সরকারের দাবি, ওই হামলা ছিল কাশ্মীরের পেহেলগাঁও শহরে সংঘটিত এক জঙ্গি আক্রমণের প্রতিশোধমূলক পদক্ষেপ। সেখানে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিল।

এদিকে পাকিস্তান হামলার নিন্দা জানিয়ে একে 'আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি' বলে উল্লেখ করেছে। দেশটি জানিয়েছে, প্রয়োজনে তারা 'প্রত্যুত্তর দিতে প্রস্তুত'।

 

বিশ্লেষকরা মনে করছেন, দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন উত্তেজনা দক্ষিণ এশিয়ার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

সম্পর্কিত বিষয়: