বুধবার ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

৪ জেলায় শুরু হয়েছে BDS ডিজিটাল জরিপ, জমির মালিকদের করণীয় জানুন

৪ জেলায় শুরু হয়েছে BDS ডিজিটাল জরিপ, জমির মালিকদের করণীয় জানুন
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফরিদপুর জোনাল সেটেলমেন্টের ১৫টি মৌজায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে BDS জরিপ শুরু করেছে। জরিপ পরিচালিত হবে The Survey Act, 1875 (ধারা ৩) ও The State Acquisition and Tenancy Act, 1950 (ধারা ১৪৪/১) অনুযায়ী।

মৌজার মধ্যে রয়েছে: চর মধ্য টেপাখোলা, কামারগাঁও, ছোট আদমপুর, হাতিঘাটা, শেখদিয়া, কল্যাণপুর, চর নন্দলালপুর, উত্তর উজানচর, ক্ষিরপাড়া, পাঁচগাঁও, শ্রীপুর, উত্তর চর বিশকাটালী, বেড়াচাকী, বড়দিয়া ও ঘোষের চর।

মৌজার  তালিকা: 
১. মৌজা: চর মধ্য টেপাখোলা, জে.এল: ১১৩, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর
২. মৌজা: কামারগাঁও, জে.এল: ১৫০, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর
৩. মৌজা: ছোট আদমপুর, জে.এল: ১৫১, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর
৪. মৌজা: হাতিঘাটা, জে.এল: ১৫২, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর
৫. মৌজা: শেখদিয়া, জে.এল: ১৫৩, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর
৬. মৌজা: কল্যাণপুর, জে.এল: ১৫, উপজেলা: চরভদ্রাসন, জেলা: ফরিদপুর
৭. মৌজা: চর নন্দলালপুর, জে.এল: ০৮, উপজেলা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী
৮. মৌজা: উত্তর উজানচর, জে.এল: ৮৭, উপজেলা: গোয়ালন্দ, জেলা: রাজবাড়ী
৯. মৌজা: ক্ষিরপাড়া, জে.এল: ৮২, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর
১০. মৌজা: পাঁচগাঁও, জে.এল: ১০৬, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর
১১. মৌজা: শ্রীপুর, জে.এল: ১১৭, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর
১২. মৌজা: উত্তর চর বিশকাটালী, জে.এল: ৯৬, উপজেলা: গোসাইরহাট, জেলা: শরীয়তপুর
১৩. মৌজা: বেড়াচাকী, জে.এল: ৮৭, উপজেলা: ভেদরগঞ্জ, জেলা: শরীয়তপুর
১৪. মৌজা: বড়দিয়া, জে.এল: ৬৭, উপজেলা: জাজিরা, জেলা: শরীয়তপুর
১৫. মৌজা: ঘোষের চর, জে.এল: ১০৬, উপজেলা: গোপালগঞ্জ সদর, জেলা: গোপালগঞ্জ

জমির মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  1. কাগজপত্র গুছিয়ে রাখুন: দলিল, খতিয়ান, নামজারি (মিউটেশন), কর রশিদ ও উত্তরাধিকার সনদ সব একত্রে রাখুন।
  2. জমির দখল নিশ্চিত করুন: শুধু কাগজ নয়, বাস্তব দখলও জরুরি।
  3. সঠিক তথ্য দিন: ভুল তথ্য ভবিষ্যতে ঝামেলা ডেকে আনতে পারে।
  4. প্রতিবেশীর সঙ্গে সীমানা মিলিয়ে নিন: সীমানা দ্বন্দ্ব হলে জরিপে সমস্যা হবে।
  5. ভুল দেখলে অবিলম্বে আপত্তি জানান: নাম বাদ পড়লে বা জমির পরিমাণ ভুল হলে সঙ্গে সঙ্গে লিখিত আপত্তি জমা দিন।
  6. ডিজিটাল রেকর্ডের গুরুত্ব বুঝুন: একবার নাম ঠিকভাবে উঠলে পরিবর্তন করা কঠিন।

BDS জরিপে সতর্ক থাকলে জমির মালিকানা হবে নিরাপদ ও ঝামেলামুক্ত। অবহেলা করলে প্রকৃত মালিকও ভবিষ্যতে মালিকানা হারাতে পারেন।

সূত্র: জনকন্ঠ

জনপ্রিয়