শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৫৮, ২৩ এপ্রিল ২০২৪

রামপুরা থানার পুলিশের পক্ষ থেকে পানি ও খাবার স্যালাইন বিতরণ

রামপুরা থানার পুলিশের পক্ষ থেকে পানি ও খাবার স্যালাইন বিতরণ
সংগৃহীত

বৈশাখের খরতাপে কয়েক দিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে স্বস্তি দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে রামপুরা থানা পুলিশ। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) রামপুরা থানা পুশিলের উদ্যোগে বিটিভির ও রামপুরা ট্রাফিক বক্সের সামনে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এই তীব্র তাপদাহ যতদিন থাকবে ততদিন চলবে এই কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন, এডিসি (খিলগাঁও জোন) জনাব রাশেদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) জনাব মোঃ আব্দুল্লাহ  আল মামুন পিপিএম, অফিসার ইনচার্জ  রামপুরা থানা মোঃ মশিউর রহমান পিপিএম (বার), ইন্সপেক্টর (তদন্ত) জনাব গোলাম মউলা পিপিএম, রামপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়