বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সপ প্রতিবেদক :

প্রকাশিত: ২০:০৯, ১ মে ২০২৫

“পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” পেলেন হাফিজুর রহমান

“পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” পেলেন হাফিজুর রহমান
হাফিজুর

দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ "পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)" অর্জন করেছেন রাজধানী মোহাম্মদপুর থানার স্বনামধন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১ মে) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম।

মোঃ হাফিজুর রহমান রাজধানী মোহাম্মদপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদানের পর থেকেই মোহাম্মদপুর থানায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

মোহাম্মদপুর থানায় কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এই জনকল্যাণমুখী পুলিশিং সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আইজি ব্যাজ পাওয়ায় হাফিজুর রহমান সংবাদপরিক্রমা'কে বলেন, রাজধানী মোহাম্মদপুর থানাকে মাদক, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর, গ্যাং মুক্ত করতে নিরলসভাবে কাজ করছি। আশা করি সকলের সহযোগীতায় মোহাম্মদপুর থানাকে অপরাধ মুক্ত থানা হিসেবে তৈরি করতে পারবো ইনশাল্লাহ।

সম্পর্কিত বিষয়: