শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৫৬, ২৪ মে ২০২৫

রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক বাতিল

রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক বাতিল
সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের রাতের জরুরি বৈঠক বাতিল করা হয়েছে।

 

শনিবার (২৪ মে) বিকেলে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমোট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থার মধ্যে আজ শনিবার বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস।

 

এর পরই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছিল একটি সূত্র। তবে বৈঠকটি বাতিল করা হয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। 

 

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেওয়ার কথা রয়েছে।

 

 

সম্পর্কিত বিষয়: