শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:০৭, ২৪ মে ২০২৫

ড.ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস

ড.ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস
সংগৃহীত

ঢাকার শাহবাগে 'মার্চ ফর ইউনূস' নামে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি জানানো হয়েছে। আয়োজকরা 'আগে সংস্কার, পরে নির্বাচন' স্লোগান তুলে ধরেছেন।

 

শনিবার (২৪ মে) বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে ব্যানার ও পোস্টার নিয়ে সমবেত হয়েছেন, যেখানে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি রয়েছে।

বিক্ষোভের মূল দাবি হলো, ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখা এবং নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করা। বিক্ষোভকারীরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের আগে সংস্কার জরুরি।

 ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তবে তার সমর্থকরা স্পষ্ট করেছেন যে, তারা তাকে পদত্যাগ করতে দেবেন না।

বিক্ষোভের ফলে শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়: