মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:২৩, ১৪ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি
সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি শুরু হয়েছে। এতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার অংশ নিয়েছেন।

 

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মানিক মিয়া এভিনিউ থেকে রিকশা র‌্যালি শুরু হয়। র‌্যালিটি খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে আবারো মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হবে

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই র‌্যালির আয়োজন করেছে।

র‌্যালির শুরুতে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, কেউ নারীদের অবদান যেন ভুলে না যায় সেজন্য আর্কাইভ করা হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নারীদের অবদান ভুলে যাওয়া হয়েছিল। ২৪ এর গণ-অভ্যুত্থানে নারীদের অবদান যেন ভুলে না যাই।

 

এ সময় নারীদের অবদান তুলে ধরার জন্য মিডিয়াকে আহ্বান জানান তিনি।

সম্পর্কিত বিষয়: