হাজারীবাগে এনসিপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

রাজধানীর হাজারীবাগে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষ থেকে হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ বলছে, এনসিপির এক নেতার বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগ করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নেওয়া হবে। ভুক্তভোগী নারীর ভগ্নিপতি মামলা করতে রবিবার হাজারীবাগ থানায় যান।
তিনি গণমাধ্যমের কাছে দাবি করেন, আট বছর ধরে ওই ছেলের সঙ্গে তাঁর শ্যালিকার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুনে তাঁর শ্যালিকাকে ধর্ষণ করেন।
ওই ছেলের বাড়ি হাজারীবাগে হওয়ায় তিনি থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু এনসিপির নেতা হওয়ায় থানা মামলা নেয়নি। এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়ি হাজারীবাগে। কিন্তু যে বাসায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেটা কামরাঙ্গীর চর এলাকার মধ্যে পড়েছে।
তাই ভুক্তভোগীকে কামরাঙ্গীর চরে যেতে বলা হয়েছে। মামলা না নেওয়ার অভিযোগটি সঠিক নয়।
কামরাঙ্গীর চর থানার ওসি আমিনুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি জিডি করে ঘটনা তদন্ত করছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।