বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৪৩, ৬ আগস্ট ২০২৫

টিএসসিতে রাজাকারদের ছবি প্রদর্শন: জড়িতদের শাস্তির দাবি উদীচীর

টিএসসিতে রাজাকারদের ছবি প্রদর্শন: জড়িতদের শাস্তির দাবি উদীচীর
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনীতে রাজাকারদের ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির এ আয়োজনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের ছবি প্রদর্শিত হয়।

উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক যৌথ বিবৃতিতে বলেন, “গণঅভ্যুত্থানের স্মরণীয় দিনে রাজাকারদের ছবি প্রদর্শন ঘৃণ্য অপরাধ। এর মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালানো হয়েছে।”

বামপন্থী ছাত্র সংগঠনগুলোর তাৎক্ষণিক প্রতিবাদের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবি অপসারণে বাধ্য হয়। এ ঘটনায় উদীচীর পক্ষ থেকে ছাত্র ইউনিয়নসহ সকল বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের অভিনন্দন জানানো হয়।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ যারা ছাত্রশিবিরকে প্রদর্শনীর অনুমতি দিয়েছে, তাদের দায়িত্বে অবহেলার জন্য কঠোর শাস্তির দাবি জানিয়েছে উদীচী। নেতৃবৃন্দ আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস গৌরবোজ্জ্বল। ভবিষ্যতে যেন স্বাধীনতাবিরোধী অপতৎপরতা এ ক্যাম্পাসে চালাতে না পারে তা নিশ্চিত করতে হবে।”