লিবিয়ার দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

লিবিয়ার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ও পরিবহন মন্ত্রী মোহাম্মদ আল-শাহোউবি এবং ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজ-এর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
সোমবার (১ সেপ্টেম্বর) লিবিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির পরিবহন-স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত।
বৈঠকে লিবিয়ার বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের বকেয়া বেতন, চুক্তি মোতাবেক সুযোগ-সুবিধা, পেশাগত অধিকার ও সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশি পেশাজীবীদের পেশাগত নিষ্ঠা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন বেতন-ভাতা অনিয়মিত থাকা সত্ত্বেও তারা সেবা প্রদান অব্যাহত রেখেছেন এবং লিবিয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
রাষ্ট্রদূত ইতোমধ্যে দেশে প্রত্যাবর্তিত পেশাজীবী এবং বর্তমানে লিবিয়ায় কর্মরতদের দ্রুত বেতন-ভাতা পরিশোধ ও চুক্তি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য মন্ত্রীদের প্রতি আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত মানের প্রশংসা করেন। তিনি তাদের পেশার প্রতি অঙ্গীকারবদ্ধ মনোভাবেরও প্রশংসা করেন। মোহাম্মদ আল-শাহোউবি উল্লেখ করেন, নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে প্রশাসনিক জটিলতার কারণে বেতন-ভাতা নিয়মিত প্রদানে বিলম্ব হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের প্রতি মাসে অগ্রিম অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপদেষ্টা জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব বাংলাদেশি পেশাজীবীর বকেয়াসহ বেতন নিয়মিত পরিশোধ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে বিষয়টি দ্রুত সমাধানে কাজ করছে। এ পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি অচিরেই সমাধান হবে বলে আশ্বস্ত করেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি পেশাজীবীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে একটি কমিটি করা হবে বলে জানান। এ কমিটি নিয়মিতভাবে বিভিন্ন হাসপাতাল ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পেশাজীবীদের সমস্যা চিহ্নিত ও সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এ ছাড়া রাষ্ট্রদূতের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুই বছরের চুক্তি সম্পন্ন হওয়া বাংলাদেশি পেশাজীবীদের চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
রাষ্ট্রদূত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, বিশেষ করে আইএমও কাউন্সিল মেম্বার নির্বাচনে, লিবিয়ার সাপোর্টের জন্য পরিবহনমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আশা প্রকাশ করেন।
বৈঠকটি দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সপ/ আম