কামরুল হাসান সোহাগের কথায় আসছে বলবো কাকে দুটো মনের কথা

ভাদ্র মাসের তীব্র গরম আর রোদ-বৃষ্টির খেলায় মেতে আছে প্রকৃতি। এর মাঝেই চলছে মানুষের নাগরিক ব্যস্ততা। এরই মধ্যে সম্পন্ন হলো গান “বলবো কাকে দুটো মনের কথা”-এর মিউজিক্যাল ফিল্মের শুটিং।
LSB TV-এর প্রযোজনায় এবং বিআরএস কথার চিত্রের তত্ত্বাবধানে নির্মিত এ গানটি লিখেছেন কবি ও গীতিকার কামরুল হাসান সোহাগ। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ, আর কণ্ঠ দিয়েছেন স্বর্গ।
মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু, মডেল-অভিনেত্রী নাজনীন, সাথী ও লুৎফরসহ আরও অনেকে।
গানের প্রসঙ্গে গীতিকার কামরুল হাসান সোহাগ বলেন, “গল্প, গান, উপন্যাস লিখতে আমার ভালো লাগে। এই অট্টালিকার পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। একসময় সবকিছু বিলীন হয়ে যায়। মানুষকে বাঁচিয়ে রাখে তার যোগ্য কর্ম। আমিও হয়তো একদিন চলে যাব নাফেরার দেশে, তবে চাই আমার কাজ মানুষের হৃদয়ে বেঁচে থাকুক।”
পরিচালক বিশাল আহমেদ ফরহাদ জানান, “কবি কামরুল হাসান সোহাগ সাহেবের লেখা গানটি শুনে আমার ভীষণ ভালো লেগেছে। মনে হলো বহুদিন পর একটি মানসম্মত গান শুনলাম। তাই চেষ্টা করেছি কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময়ের গতানুগতিক ধারার বাইরে একটি প্রেমের গল্প দৃশ্যায়ন করতে, যা দর্শকের মনে দাগ কাটবে।”
অভিনেতা হাবিবুর রহমান বাবু মূলত একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। তার অভিনীত বাংলা ছায়াছবি “স্বপ্ন দেখে মন” মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বড় পর্দায় তার অভিষেক ঘটবে।
গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “গানটি প্রথম শুনেই ভীষণ ভালো লেগেছে। এর কথাগুলোর ভেতরে রয়েছে গভীরতা। লেখক একজন গুণী মানুষ, তাই ভালোলাগা থেকেই এই গানের চিত্রায়নে নিজেকে যুক্ত করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।”