এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠিত

রাষ্ট্র পুনর্গঠনে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের’ অংশীদারত্ব নিশ্চিত করার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘ডিপ্লোমা প্রকৌশলী উইং’ গঠন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উইং সম্পূর্ণ স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে।
এই উইং বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনে সামগ্রিকভাবে অবদান রাখতে ডিপ্লোমা প্রকৌশল ও টেকনিক্যাল কলেজ, ভোকেশনাল স্কুল এবং বিএম কলেজসহ কারিগরি শিক্ষা ও কর্মঅঞ্চলের সব সেক্টরে ধারাবাহিক ও সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করবে।
ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটির সমন্বয়ক হিসেবে প্রকৌশলী শেখ মো. শাহ্ মঈন উদ্দিন, যুগ্ম সমন্বয়ক হিসেবে প্রকৌশলী মো. শেখ জামাল আবির ও প্রকৌশলী মো. সালাউদ্দিন দায়িত্ব পেয়েছেন।
সাধারণ সদস্যরা হলেন— প্রকৌশলী মো. জসিম উদ্দিন (মজুমদার), প্রকৌশলী রনি বাবু (রেদওয়ান), প্রকৌশলী মো. ফারুক হোসেন, প্রকৌশলী মো. খাইরুল কবির (সীপু), প্রকৌশলী মো. মেসবাউল করিম, প্রকৌশলী মো. লালন আলী, প্রকৌশলী আসাদ, প্রকৌশলী মো. ফয়সাল আলম (সোহেল), প্রকৌশলী মো. আশিক পাঠান, প্রকৌশলী মো. আলমগীর হোসাইন, প্রকৌশলী তারান্নুম বিনতে জাকির, প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, প্রকৌশলী সাজেদুর রহমান, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী আব্দুল কাদির (তানিম), প্রকৌশলী মো. সম্রাট হোসেন, প্রকৌশলী সাদিক সাব্বির, প্রকৌশলী মো. এনজামুল হক (বাপ্পি), প্রকৌশলী মো. জহিদ হাসান, প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী রাসেল হক, প্রকৌশলী মো. আলী আশরাফ, প্রকৌশলী মাহানাজ আলম (হাফসা), প্রকৌশলী মো. রাসেল হোসাইন, প্রকৌশলী মো. উসমান ফারুক, প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম (আনোয়ার), প্রকৌশলী মো. শিহাবুর রহমান সাকিব, প্রকৌশলী মো. নাছির উদ্দিন, প্রকৌশলী আরিফুজ্জামান, প্রকৌশলী মো. নাজিম উদ্দিন আলম (নাজিম খান), প্রকৌশলী আয়শা সিদ্দিকা, প্রকৌশলী বেলাল হোসাইন ও প্রকৌশলী মাহফুজুর রহমান।