শাহবাজের মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের বিরুদ্ধে ম্যাকফার নিন্দা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামকে হেয় করে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও বিদেশি আগ্রাসন প্রতিরোধ আন্দোলন (ম্যাকফা)।
সংগঠনের আহ্বায়ক মো: আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহবাজ শরীফ সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “আমরা একাত্তরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি।” ম্যাকফা বলেছে, এই বক্তব্য শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির অপচেষ্টা নয়, এটি মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর। এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকার নীতিমালারও পরিপন্থী।
ম্যাকফার মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার সংগ্রাম। এই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে গণহত্যা, গণধর্ষণ ও নিপীড়ন চালায়—যার স্বীকৃতি আন্তর্জাতিক মহলে বহুবার দেওয়া হয়েছে। হামিদুর রহমান কমিশনের রিপোর্টেও এই নির্মমতা ও মানবতাবিরোধী অপরাধের বিশদ বিবরণ রয়েছে, যদিও পাকিস্তান সরকার সেই রিপোর্ট দীর্ঘদিন গোপন রেখেছিল।
ম্যাকফা জানায়, শাহবাজ শরীফের এই মন্তব্য কেবল বাংলাদেশের মানুষের আবেগে আঘাত হানেনি, বরং এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক এবং স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
ম্যাকফা আরও দাবি জানিয়েছে, একাত্তরের গণহত্যা ও ধর্ষণের দায়ে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
অন্যথায়, বাংলাদেশের জনগণ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাকিস্তানের বিচারের দাবি জানাবে।