সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রংপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১৫:৪৩, ১৯ মে ২০২৫

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে দ্রুত হুমকিদাতাকে শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। 

রবিবার (১৯ মে) রংপুর প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত গিয়ে আবারও প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা।

সমাবেশে বক্তারা আখতার হোসেন ও তার পরিবারকে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। 

বক্তারা বলেন, এ ধরনের হুমকি রাজনৈতিক কর্মপরিবেশকে প্রভাবিত করতে পারে এবং ভীতির সৃষ্টি করে। নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হলে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সমাবেশ থেকে “জুলাই ঘোষণাপত্র” প্রকাশের দাবিও পুনর্ব্যক্ত করা হয়, যা দলটির দাবি মতো একটি নিরাপত্তা কাঠামো নির্ধারণের রূপরেখা। 

সমাবেশে অন্যদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল মুনাঈম, রফিকুল ইসলাম কনক, রংপুর জেলা শাখার সংগঠক মুস্তাকিম বিল্লাহ, মহানগর শাখার এরশাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান হোসেন ও মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৬ মে রংপুর জেলার কাউনিয়া উপজেলার সদরা তালুক গ্রামে আখতার হোসেনের ঠিকানায় ডাকযোগে একটি চিঠির মাধ্যমে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন ১৭ মে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ