বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সীমা অতিক্রম করবেন না : কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় যারা জড়িত, তাদেরও বাড়িঘর, কবর ও স্মৃতিসৌধ রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না।”
শনিবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলের মাকড়াই এলাকায় মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, “আপনাকে আমি অনেক সম্মান করতাম। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা আপনার এক বছরের শাসনে হয়েছে। এটি হৃদয় থেকে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, “কে একজন বলেছেন, বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন, তাহলে আপনার পিতা কে? কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানি নয়, কুলাঙ্গার হয়।”
শেখ হাসিনার পতন প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, জনগণ রাস্তায় নেমেছিল বলেই হয়েছে। আপনাদের মুরোদে হয়নি। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় হলে আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দেব না। আইন অনুযায়ী বিচার করুন, শাস্তি দিন, আমি মাথা পেতে নেব।”
তিনি আরও বলেন, “বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে শেখ হাসিনার সঙ্গে মিলাবেন না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জয় বাংলা থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে, বঙ্গবন্ধুই বাংলাদেশের পিতা থাকবেন।”