ধানমণ্ডি ৩২ হামলা ও গ্রেফতারের ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা
ঐতিহাসিক ধানমণ্ডি বত্রিশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা, হামলা, মামলা ও গণগ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, “ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি-জামাতের চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনগণের ওপর হামলা, মামলা ও গণগ্রেফতার চালানো হয়েছে। এমনকি রিকশাচালক থেকে শুরু করে নারীরাও হামলার শিকার হয়েছেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আক্রমণকারীরা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমের ভাষণ বাজিয়েছে, ডিজে গান ও উল্লাসের মাধ্যমে শোকাহত জাতির হৃদয়ে আঘাত করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।”
মুক্তিযুদ্ধ মঞ্চ অভিযোগ করে বলে, কিছুদিন আগে রাষ্ট্রীয় মদদে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল। এবার সেই একই অপশক্তি পুনরায় সন্ত্রাস চালিয়েছে, যা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসে সরাসরি আঘাতের শামিল।
সংগঠনটি ধানমণ্ডি ৩২-কে বাঙালির ইতিহাসের তীর্থস্থান আখ্যা দিয়ে বলেছে, “এই বাড়িতে আঘাত মানে পুরো জাতির হৃদয়ে আঘাত করা। বিএনপি এবার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ভুল করেছে, যা কোনো দেশপ্রেমিক ক্ষমা করবে না।”
বিবৃতিতে জঙ্গি ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নেতারা বলেন, “বঙ্গবন্ধুর আদর্শের ফসল প্রতিটি ঘরে ঘরে অঙ্কুরিত হবে, বিজয় আমাদের হবেই।”



























