বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ১৫ অক্টোবর ২০২৫

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ছবি: সংগৃহীত

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগ‌ঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হ‌য়ে‌ছে।

বুধবার (১৫ অ‌ক্টোবর) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ প্রাঙ্গণে এ দিবস পালন করা হয়।

গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হোসেইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেরাজুল ইসলাম, প্রোগ্রাম অ‌ফিসার সাইফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, আমরা সবাই জানি, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়া, ফ্লু, হেপাটাইটিস–এর মতো নানা সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে খাবার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া একটি অত্যন্ত কার্যকর ও সহজ উপায়।

তি‌নি ব‌লেন, শিশুদের মধ্যে এই অভ্যাস গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারা ভবিষ্যতের নেতৃত্ব দেবে। এজন্য পরিবার, বিদ্যালয় ও কমিউনিটিকে একসাথে কাজ করতে হবে। অভিভাবক ও শিক্ষকদেরও নিজ নিজ দায়িত্ব থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে।

জনপ্রিয়