পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টাইয় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর দেড়টার পর শাহবাগ অবরোধের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।
ব্যারিকেড ঠেলে শিক্ষকদের অনেকেই শাহবাগ মোড়ে গিয়ে বসে পড়েন। কেউ কেউ রাস্তাতেই শুয়ে পড়েন।
বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন এ শিক্ষকরা। গত ১২ অক্টোবর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ১২টা নাগাদ শাহবাগ মোড় অবরোধ করার কথা ছিল। তবে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লার অনুরোধে কিছুক্ষণ অপেক্ষা করলেও এবার তারা শাহবাগ অবরোধ করলেন।
এমিপওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গতকাল রাত ৯টায় তাকে কল করেছেন। শিক্ষকদেরকে স্লট আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ শুরুতে ৫ শতাংশ, ৬ মাস পর আরও ৫ শতাংশ; এভাবে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, আমি বলেছি, আন্দোলন যে পর্যায়ে গেছে, ১ শতাংশ কম হলেও শিক্ষকরা মানবেন না।